প্রকাশিত: Sun, Jul 2, 2023 8:51 PM আপডেট: Mon, Jan 26, 2026 4:54 AM
[১]বাইডেনের বিরুদ্ধে প্রবাসী আওয়ামী লীগ নেতার মামলার আবেদন [২]ছয় কংগ্রেসম্যানের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা
সালেহ্ বিপ্লব: [৩] বাইডেন প্রশাসনের বিরুদ্ধে অসাংবিধানিক ও অযৌক্তিকভাবে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে বাধা, সামাজিক অবস্থান ও সম্মান বিনষ্ট করারও অভিযোগ এনেছেন বাদী। মামলায় পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও পররাষ্ট্র দপ্তরকেও আসামী করা হয়েছে।
[৪] মামলার আবেদনটি করেছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান ড. রাব্বী আলম। তার সঙ্গে বাদী হিসেবে আছেন প্রবাসী ও সাবেক ছাত্রলীগ নেতা রিজভী আলম ও শেরে আলম রাসু।
[৫] ড. রাব্বী ফেসবুকে জানান, তারা গত ১৬ জুন অনলাইনে মিশিগানের ডেট্রয়েট ইস্টার্ন ডিস্ট্রিক্টে মামলার আবেদনটি করেন। মামলাটি ডকেটভুক্ত হয়েছে গত ২৬ জুন।
[৬] রাব্বী আলম আরো জানান, বাংলাদেশের বিরুদ্ধে ভিসানীতি আরোপের আগে মিথ্যা অভিযোগ দেওয়ার অভিযোগে আগামী ৪ জুলাই তারা ছয় কংগ্রেসম্যানের বিরুদ্ধে মামলা করবেন।
[৭] তিনি ফেসবুকে বলেন, প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে মামলা এখন কোর্টের এজলাসে। জজ নির্ধারিত হয়েছে। ম্যাজিস্ট্রেট নিযুক্ত হয়েছে। শোষকের বিরুদ্ধে মজলুমের অবস্থান নেওয়া শিখিয়েছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমিও মজলুমের পক্ষে এবং শোষকের বিপক্ষে।
[৮] তিনি আরো বলেন, মামলায় হারি কি জিতি এটা বড় কথা নয়। সত্যের পথে অবস্থান এবং জুলুমের বিপক্ষে দাঁড়ানোই হল বড় কথা। বাইডেন সরকার বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়, এটা পরিষ্কার। সুতরাং সবাই দেশকে ভালোবাসুন। অন্যায়ের প্রতিবাদ করুন।
[৯] অনেক গণমাধ্যমে বলা হয়েছে, বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণার প্রতিবাদে ড. রাব্বী এ মামলা করেছেন। তবে তার লিখিত ও ভিডিও বক্তব্যের কোথাও বিষয়টির উল্লেখ নেই। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে